‘জেসিআই ঢাকা চেঞ্জমেকার’র প্রেসিডেন্ট হলেন তানজিনা আক্তার
- আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : ২২ মার্চ থেকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন চ্যাপ্টার ‘জেসিআই ঢাকা চেঞ্জমেকার’ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার তুলি।
জানা গেছে, আগামী এক বছরের জন্য তানজিনা আক্তার জেসিআই বাংলাদেশের ‘জেসিআই ঢাকা চেঞ্জমেকার’ চ্যাপ্টারের সাধারণ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ প্রসঙ্গে তানজিনা আক্তার বলেন, ‘জেসিআই মূলত তরুণ-তরুণীদের সংগঠন। নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়ে জেসিআই ঢাকা চেঞ্জমেকারের পথ চলা শুরু করছি। নতুন তরুণ-তরুণীদের জেসিআই বাংলাদেশ সম্পর্কে পজেটিভ ধারণা দিয়া এবং তরুণ-তরুণীদের নিজেদের প্রফেশনাল লাইফ জেসিআই বাংলাদেশকে প্লাটফর্ম হিসাবে ব্যবহারের মাধ্যমে নিজের উন্নয়ন করার জন্য জেসিআই বাংলাদেশে সংযুক্ত হবার জন্য স্বাগত জানাচ্ছি।’
নতুন সাধারণ সভাপতিকে অভিনন্দন জানিয়ে জেসিআই সভাপতি জিয়াউল হক বলেন, ‘জেসিআই বাংলাদেশ হচ্ছে নেতৃত্ব তৈরির পাঠশালা। তারই ধারাবাহিকতায় আমি আশা করব তানজিনা আক্তার তার দায়িত্ব ও কর্তব্য সুন্দর এবং সঠিক ভাবে পালন করবেন। আমি জেসিআই বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি।’
উল্লেখ্য, তানজিনা আক্তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছাড়াও তরুণ-তরুণীদের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন।