ঢাকামুখি না হয়ে জেলা-উপজেলায় চিকিৎসকদের সেবা বৃদ্ধির আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসকদের সেবা বাড়ানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তারদের ঢাকামুখী না হয়ে মানবিকতার সাথে সেবা দেয়ার পরামর্শ দেন।
সুপার স্পেশালাইজড হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উদ্ধোধনের সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসাবিজ্ঞান গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।
বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় গবেষণা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এছাড়া দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে…ভারত সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।
গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান শেখ হাসিনা। এ সফরে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়।