জেলহত্যা মামলার রায় কার্যকর করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান তিনি। এ সময় নতুন প্রজন্মকে জেলহত্যার ঘটনা জানাতে পাঠ্যপুস্তকে চার নেতার জীবনী অন্তর্ভূক্ত করার দাবি জানান পরিবারের সদস্যরা।
বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায়ের নাম জেলহত্যা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে এই হত্যাকাণ্ড ঘটে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। কিন্তু, এখন পর্যন্ত বিচারের রায় কার্যকর হয়নি।
জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এসময় চার নেতার পরিবারের সদস্যরাও ছিলেন। তারা প্রথমে বঙ্গবন্ধু ও পরে চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এছাড়া, বিভিন্ন শ্রেনী পেশার মানুষও জাতীর এ সূর্য্য সন্তাদের শ্রদ্ধা জানাতে জরো হন।
শ্রদ্ধা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলহত্যা মামলার রায় কার্যকরে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
এসময় নতুন প্রজন্মকে জেলহত্যা সম্পর্কে জানাতে পাঠ্যপুস্তকে চার নেতার জীবনী অন্তর্ভূক্ত করার দাবি জানান পরিবারের সদস্যরা।
এই নির্মম হত্যাকান্ড মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে শ্রদ্ধা জানাতে আসা সব শ্রেনী-পেশার মানুষ।