জেনে শুনে বাংলাদেশকে সমস্যায় ফেলবে না রাশিয়া : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৫২২ বার পড়া হয়েছে
রাশিয়া বাংলাদেশকে জেনে শুনে সমস্যায় ফেলবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
সকালে, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. আরও মোমেন বলেন, নিষেধাজ্ঞা যুক্ত রাশিয়ার কোন জাহাজ বাংলাদেশে আসতে দেয়া হবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য অতি দ্রুত বাংলাদেশে আসবে জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে সব দেশের পারস্পরিক সম্পর্ক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে এবং দেশে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।