জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলা, যেই অপরাধ করুক তার বিচার হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় যেই অপরাধ করুক তার বিচার হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আলোচিত এই মামলার শুনানিতে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি আগামী রোববারের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার নির্দেশও দেয় সর্বোচ্চ আদালত। গত ১২ জুন ঢাকার জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার মামলায় দুই আইনজীবীকে রিমান্ডে নেয়ার ঘটনায় মামলার নথি তলবের আদেশ স্থগিত করে চেম্বার আদালত। এর আগে ৮ জুন জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আইনজীবীসহ ৫ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড আদেশ দেন।

























