জুম্মার নামাজ আদায়ে ইজতেমায় লাখো মুসল্লি
- আপডেট সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। কন কনে শীত উপক্ষো করে লাখ লাখ মুসল্লি ইবাদতে মশগুল। মানুষের চাপে গতকাল যোহরের নামাজের পরই মূল কার্যক্রম শুরু করেন তাবলীগ জামাতের মুরুব্বিরা। টঙ্গী থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব।
ফজরের নামাজের পর আমবয়ান করেন তাবলীগ জামাতের মাওলানা জিয়াউল হক। জুমার নামাজ পড়াবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। গতরাতেও মানুষ এসেছে দলে দলে। শেষ মুহূর্তে ময়দানে জায়গা না পেয়ে রাস্তার ধারে ঠাঁই নিয়েছেন অনেকে। এবারের ইজতেমায় ৮ হাজারের মতো বিদেশি মেহমান অংশ নিচ্ছেন।
ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদীর পূর্ব পাড়ে নামাজের মিম্বার এবং উত্তর-পশ্চিম দিকে বিদেশিদের জন্য নির্ধারিত কামরার পাশে মূল মঞ্চ নির্মাণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাংলার পাশাপাশি উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করা হবে। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে হবে তরজমা। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ময়দানে প্রায় ৩’শ ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোসহ সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। করোনা মহামারী কাটিয়ে ২ বছর পর বড় পরিসরে হচ্ছে বিশ্ব ইজতেমা। আগামী ২০, ২১ ও ২২ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।