জুনে শুরু হতে পারে লা লিগার চলতি মৌসুম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫০০ বার পড়া হয়েছে
জুনে শুরু হতে পারে লা লিগার চলতি মৌসুম। তাই প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলো।তারই ধারাবাহিকতায় করোনা পরীক্ষা সম্পন্ন করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।
তবে, চলতি মৌসুম শুরু হওয়া নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তারপরও স্থগিত থাকা ফুটবল মৌসুম পুনরায় শুরুর মিশনে নেমেছে লা লিগা কর্তৃপক্ষ। তাই কয়েক ধাপে প্রস্তুতির পরিকল্পনা করেছে তারা। পিছিয়ে নেই ক্লাবগুলোও। প্রায় দেড় মাসের বেশি সময় ঘরবন্দি জীবন শেষে মাঠের লড়াইয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছে বার্সা ও রিয়াল ফুটবলাররা। তাই করোনা পরীক্ষা করার জন্য হাজির লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, করিম বেনজেমা ও মার্সেলোরা। তবে করোনাভাইরাস আঘাত হানার আগের ও এখনকার ফুটবল দুনিয়ার চিত্র পুরো ভিন্ন। অদৃশ্য শত্রু থেকে বাঁচতে মুখে মাস্ক, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা ও কোভিড-১৯ পরীক্ষায় অংশ নেন ফুটবলাররা।