জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র্যাব :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে রেব। দেশের মানুষের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে স্যাংশন কীভাবে আসে। এটা গ্রহণযোগ্য নয়। স্যাংশন কখনও একতরফা হয় না। প্রয়োজনে আমরাও স্যাংশন দেবো। সকালে রেব সদর দপ্তরে সংস্থার ২০তম প্রতিষ্ঠারবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে রেব। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। তবে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে রেবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে রেবকে। পুলিশকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। সরকার প্রধান বলেন, বিগত নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার সুযোগ করে দিতে রেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতে মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবার ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।