জিয়ার মরণোত্তর বিচারের দাবী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
১৯৭৭ সালের ২ অক্টোবর জিয়াউর রহমান কর্তৃক সশস্ত্র বাহিনীর সদস্যদের কথিত বিদ্রোহ দমনের নামে হত্যা, গুম, কারাদণ্ড ও চাকরিচ্যুতির শিকার ব্যক্তিদের নির্দোষ ঘোষণা করে এবং জিয়ার মরণোত্তর বিচারের দাবীতে মানবন্ধন করেছে ভুক্তভোগী পরিবারবর্গ।
দুপুরে ঢাকার বনানীতে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, কথিত বিদ্রোহ দমনের নামে প্রহসনের সামরিক বিচারের মাধ্যমে ১৪শ’ সেনা ও বিমান বাহিনীর সদস্যকে ফাঁসি, ফায়ারিং স্কোয়াড ও টর্চারিং সেলে হত্যা করা হয়। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে ষড়যন্ত্রের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা তৎকালীন সামরিক শাসক জিয়া কর্তৃক হত্যা, গুম, কারাদণ্ড ও চাকরিচ্যুত ব্যক্তিদের নির্দোষ ঘোষণা করে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গকে বর্তমান স্কেলে বেতনভাতা ও পেনশনসহ সকল সরকারী সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।