জিয়াউর রহমান ও খালেদা জিয়া এতিমের টাকা লুট করে বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
দুপুরে সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজারে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বাঙালী বীরের জাতি। জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। কারো দয়ায় দেশ স্বাধীন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কারো দয়ায় চলেন না বলেও মন্তব্য করেন তিনি। ৭০ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, পৌর মেয়র মনির উদ্দিনসহ অন্যরা।