জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও এডিপির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় : সিপিডি
- আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির যে লক্ষ্যমাত্রা দেখানো হয়েছে তা উচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোও বাজেটে পরিষ্কার করা হয়নি বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা তিনি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এ বাজেট ব্যর্থ হবে বলে মনে করেন সিপিডি’র অর্থনীতিবিদরা।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে, রাজধানীর গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। চলমান অর্থনৈতিক সংকট ও সমস্যার প্রেক্ষিতে সমষ্টিক অর্থনীতির যেসব সূচকের ভিত্তিতে বাজেট প্রাক্কলন করা হয়েছে, তা বাস্তবতা–বিবর্জিত বলে দাবি করেন সিপিডির নির্বাহী পরিচালক।
অর্থনৈতিক সংস্কারের বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি মন্তব্য করে ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, রাজস্ব ও প্রবাসী আয়সহ বিনিয়োগের যে প্রাক্কলন করা হয়েছে, সেগুলো অর্জন করা সম্ভব নয়। জিডিপির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ঘটাতে প্রয়োজনীয় বিনিয়োগ ছাড়া বৃহৎ অংকের এমন বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
নির্বাচনকে সামনে রেখে গোষ্ঠীস্বার্থ রক্ষায় সরকার কর কাঠামোয় কোন পরিবর্তন আনেনি দাবি করে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাঠামোগত পরিবর্তন জরুরি।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে প্রস্তাবিত বাজেট ব্যর্থ হবে বলে মনে করেন বক্তারা।