জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন।
সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। গণনা শেষ ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচন ভোট দিয়েছেন প্রায় ছয় শতাধিক শিক্ষক। এতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ব্যানারে সভাপতি পদ নির্বাচন করছেন গণিত বিভাগের অধ্যাপক লায়ক সাজ্জাদ উল্লাহ।আর বিরোধী পক্ষের হয়ে সভাপতি পদ নির্বাচন করছেন শিক্ষক ঐক্য ফোরামের রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির।নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন পদে নির্বাচিত হবেন ১৫ জন শিক্ষক।