জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নিকারাগুয়ার মামলা
- আপডেট সময় : ০২:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ইসরায়েলকে সামরিক সরঞ্জাম পাঠিয়ে এবং বর্তমানে ইউএনআরডব্লিউএ-এর তহবিল স্থগিত করার মাধ্যমে জার্মানি গণহত্যা সহজ করে দেয়ার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে নিকারাগুয়া।
আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি ইসরায়েলে সামরিক অস্ত্র রপ্তানি বন্ধ করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর তহবিল চালু করতে জার্মানিকে নির্দেশ প্রদান করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে জার্মানির বিরুদ্ধে মামলা করার পর ইসরায়েলকে অস্ত্র ও অন্যান্য সহায়তা প্রদান করা থেকে বার্লিনকে বিরত রাখতে বিচারকদের প্রতি জরুরি ব্যবস্থা আরোপ করার দাবি জানিয়েছে
নিকারাগুয়া। এক বিবৃতিতে নেদারল্যান্ডসে নিযুক্ত নিকারাগুয়ান রাষ্ট্রদূত এবং প্রতিনিধি দলের নেতৃত্বে দেয়া কার্লোস জোসে ফ্রান্সিসকো আর্গুয়েলো গোমেজ বলেছেন, ফিলিস্তিনে গণহত্যার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভয়াবহ লঙ্ঘন হচ্ছে।