জামিনে কারামুক্তির পর এখন হাসপাতালে আছেন যুবলীগের বহিস্কৃত নেতা সম্রাট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জামিনে কারামুক্তির পর এখন হাসপাতালে আছেন যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ।
গতরাত ৯টার দিকে কারামুক্তির আদেশ হাতে পান সম্রাট। আড়াই বছরের বেশি সময় পর কারামুক্ত হলেন তিনি। তবে অসুস্থতার কারণে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন। কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তার দিনক্ষণ জানাবে মেডিকেল বোর্ড। দুদকের মামলায় সোমবার দুই শর্তে জামিন দেয়া হয় সম্রাটকে। অসুস্থতা বিবেচনায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে আদালত। এর আগে সম্রাটের বিরুদ্ধে করা তিনটি মামলার জামিন হয়। কোনো মামলায়ই এ পর্যন্ত সাজা হয়নি তার।