জামায়াত নেতাদের ‘বিডিপি’ নামে নতুন দল নিবন্ধন আবেদনের গুঞ্জন
- আপডেট সময় : ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
জামায়াতেরও কেউ যদি যুদ্ধাপরাধী না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে নিবন্ধন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও সংবিধানের সাথে সাংঘর্ষিক গঠনতন্ত্র নিয়ে কেউ আবেদন করলে নিবন্ধন পাবে না। এদিকে, নতুন করে নিবন্ধনের জন্য করেছে বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি–বিডিপি। দলীয় কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম কোনো তথ্য দিতে না চাইলেও; জামায়াতের সাথে সম্পর্ক নেই বলে দাবি করেন।
নিবন্ধনের জন্য আবেদন আহবানের পর এখন পর্যন্ত ২৬টি দল নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে। বুধাবার ৫টি দল নিবন্ধনের জন্য আসে।
এর মধ্যে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ ন্যাশনাল ডেমক্রেটিক লীগ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি-বিডিপি- আবেদন জমা দেয়। গুঞ্জন রয়েছে, জামায়াত ইসলাম বিডিপি নামে নিবন্ধনের আবেদন করেছে।
৫০ হাজার পাতার তথ্যসহ বিডিপির আবেদনে দেশের প্রতিটি জেলায় কমিটির তথ্য দেয়া হয়। আনারস প্রতীক নিতে চাওয়া দলটির জামায়াত ইসলামের সাথে কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, জামায়াতের নিবন্ধনের কোন সুযোগ নেই। তবে জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয়, রাজনৈতিক দল শর্ত পুরণ করে ভিন্ন নামে নিবন্ধন পেতে পারে।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলো শর্ত মানছে কি না তাও খতিয়ে দেখার কথা বলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী অংশগ্রহণের বাধ্যবাধ্যকতার সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো সুপারিশ করেছে কমিশন বলেও জানান মো.আলমগীর।