জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়ে আ’লীগের নীতির কোন পরিবর্তন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়ে আওয়ামী লীগের নীতির কোন পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক যে কোন দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে। তাই মৌখিকভাবে জামায়াত সমাবেশ করার অনুমতি দেয়া হয়। বিকেলে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির , আটক নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘ এক দশক শনিবার ঢাকায় প্রকাশ্য সমাবেশ করে জামায়াতে ইসলামী।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিবন্ধনহীন একটি দল কিভাবে সমাবেশের অনুমতি পেল,সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত সব সময় বায়তুল মোকাররমে সমাবেশের নামে অগ্নিসংযোগ ও ভাঙচুর করতো। এসব কিছু মাথায় রেখেই ইনডোরে সমাবেশ করার অনুমতি দেয়া হয় ।
জামায়াতকে অনুমতি দেয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ভবিষ্যতে জামায়াত ইসলামীকে সমাবেশে করার অনুমতি দেয়া হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান আসাদুজ্জামান খান কামাল ।