জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতীতে ভোট গ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৭১৮ বার পড়া হয়েছে
জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতীতে ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ৯৪টি বুথে ভোট নেয়া হচ্ছে। মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। মোট ভোটার প্রায় ৩০ হাজার ১৩২।
উৎসব মূখর পরিবেশে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগীনি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে ৯টি ভোট কেন্দ্রে। চেয়ারম্যান পদে পাঁচজন নির্বাচনে দাঁড়িয়েছেন। ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার।
সকাল ৮টায় গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী ইউপিতেও শুরু হয় ভোট দেয়া। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি অনকে কম।
মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে সাড়ে ১৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।