জামালপুরে ২শ’ ৭৫ বস্তা সার ও বিপুল পরিমান নকল কীটনাশক জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা ২শ’ ৭৫ বস্তা সার ও বিপুল পরিমান নকল কীটনাশক জব্দ করা হয়েছে।
সকালে মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গেলরাতে চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ে সোলাইমানের দোকানে অভিযান চালিয়ে সার ও কীটনাশক জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি ও ১২ বস্তা টিএসপি সার রয়েছে, যার মূল্য প্রায় পৌনে ৩ লাখ টাকা। সোলাইমান বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিজের গোডাউনে অবৈধভাবে মজুদ করে। ঘটনার পর থেকে পলাতক সোলাইমান। অভিযানে মাদারগঞ্জ থানা পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।