জামালপুরে বেকারি শিল্পের ব্যবহৃত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়াসহ এই শিল্পের সমস্যা সমাধানে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বেকারি পণ্যের বর্তমান দামের চাইতে শতকরা ৩০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের বেকারি শিল্প মালিক সমিতি। এছাড়া বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম কমে আসলে উৎপাদিত বেকারি পণ্যের দামও কমানো হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনার ঋণ সহায়তার জন্য জেলা প্রশাসকদের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেন বেকারি শিল্প মালিক সমিতির নেতারা।