জামালপুরে পতিত জমিতে মরিচ চাষ করে বিপাকে কৃষকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
গেলো বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পতিত জমিতে ব্যাপক মরিচ আবাদ করে এখন বিপাকে পড়েছে জামালপুরের কৃষকরা। বাজারে দাম কমে যাওয়ায় দিশেহারা তারা। অনেকেই আবার বেশী লাভের আশায় মরিচ আবাদ করেছে। এখন ঋণ শোধ করা নিয়ে আছেন দুশ্চিন্তায়।
জামালপুর জেলার ৭ উপজেলায় এবার ৭ হাজার ২৮৭ হেক্টর জমিনে মরিচের আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ বিক্রি হয় দেশের অন্যান্য জেলায়। তবে এবার মরিচের দাম না থাকায় বিপাকে মরিচ চাষীরা।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, মরিচের দাম বর্তমানে কম হলেও পরে দাম বাড়বে। তখন চাষীরা ভাল দামে মরিচ বিক্রি করে ক্ষতি পুশিয়ে নিতে পারবেন।
কাঁচা মরিচের চেয় শুকনো মরিচের দাম বেশী। তাই প্রক্রিয়াজাত করে চাষীদের শুকনো মরিচ বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।