জামালপুরে আওয়ামী লীগ অফিসে ‘স্মার্ট কর্ণার’ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৯১৫ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ জুলাই) সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হয়।
স্মার্ট কর্ণার এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। স্মার্ট কর্ণার উদ্বোধন এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়৷
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সহ জেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে মতবিনিময় সভায় কবির বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ”রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামীলীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ স্মার্ট কর্ণার উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। জামালপুরে ২৮ তম স্মার্ট কররার চালু হলো। যেখানে থাকবে আওয়ামী লীগের সব নেতাকর্মীর ডাটাবেজ। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্নার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্নার ভূমিকা রাখবে।
কবির বিন আনোয়ার আরও বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালে একটি আত্মমর্যাদাশীল, একটি আত্মনির্ভর ও মান-সম্মান নিয়ে মাথা উচু করে বেঁচে থাকার জাতি গঠণের লক্ষে কাজ করে যাচ্ছেন। যেটি হবে একটি স্মার্ট জাতি। যেখানে প্রতিটি ক্ষেত্রেই স্মার্ট হবে। তার সরকার স্মার্ট হবে, সিটিজেন স্মার্ট হবে, সোসাইটি স্মার্ট হবে,ইকোনমি স্মার্ট হবে এবং মানুষের মননে চিন্তায় সবদিক থেকে স্মার্ট হবে।
এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে জামালপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।