জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৯৯৪ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এক সঙ্গে তিন যুবক নিহত হয়েছেন। এরা তিনজনই গ্রামীণফোনে চাকরি করতেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান,সকালে দেওয়ানগঞ্জ গামী ট্রাক ও জামালপুর শহর গামী পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা অবস্থায় তিন মৃত্যু হয়। নিহত শাহ্ আলম, চঞ্চল বর্মন, কাজল। তাদের বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। তাঁর সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস্ট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।