জামালপুরের কর্মহীন হয়ে পড়েছে ছয় হাজার নারী-পুরুষ
- আপডেট সময় : ০২:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া-কামালপুর স্থলবন্দরে পাথর আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ছয় হাজার নারী-পুরুষ শ্রমিক। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরাও। সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব।
গত ২৩ জুন থেকে ভারত থেকে পাথর আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দুই মাস ধরে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের সব কার্যক্রম স্থবির হয়ে আছে। বন্দরের ব্যবসায়ীরা জানান, পাথর আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বসে বসে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। এতে করে বেশি বিপাকে পড়েছেন দৈনিক হাজিরায় কাজ করা শ্রমিকরা।
আয়-রোজগার না থাকায় তাঁদের সংসারে অভাব-অনটন দেখা দিয়েছে। শ্রমিক না থাকায় বন্দরের হোটেল, দোকানপাটগুলোও বন্ধ রয়েছে। ফলে শ্রমিকদের পাশাপাশি তাঁরাও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যা সমাধানে বন্দরে ইমিগ্রেশন চালুর দাবি ব্যবাসায়ীদের।
ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন অতিবৃষ্টির ফলে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই পাথরবোঝাই ট্রাক চলাচল করতে পারছে না। এ কারণে আপাতত পাথর আমদানি বন্ধ রয়েছে। সব মিলিয়ে দ্রুত এই বন্দরটি চালু হবে এমনটি প্রত্যাশা সকলের।