জাপান-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক
- আপডেট সময় : ০৭:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাপান।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। কৃষি, শুল্ক বিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল বিষয়ে চুক্তি সইয়ের আগে এখানে শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা ও সেরিমোনিয়াল গার্ড অব অনার প্রদান করা হয়।
জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় দুপুরে সাক্ষাৎ করেন তিনি। এর আগে সকালে জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশন, জাইকা, জেট্রোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীরা। এসময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তারা।
জাপানের রাজপ্রাসাদ- ইমপেরিয়াল প্যালেস জাপান সম্রাটের সঙ্গে দেখা করতে গেলে, প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সম্রাট নারুহিতো।
পরে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন জাপান সম্রাট নারুহিতো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে টোকিওর আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে, প্রথমেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিও কুকোবু।
এরপর সাক্ষাৎ করেন জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তারা। পরে স্টেট গেস্ট হাউসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জেট্রোর চেয়ারম্যান ইসিগুরো নোরিহিকো। সঙ্গে ছিলেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো।
জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে, মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের সফরে টোকিও পৌঁছালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।