জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যু এবং আহত ৯৪ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল বুধবার দিবাগত রাতে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যু এবং আরও ৯৪ জন আহত হয়েছেন।
জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ফুকুশিমা অঞ্চলে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের সময় কিছু এলাকায় ভূকম্পনের মাত্রা এতটা বেশি ছিল মানুষজন দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। ভূমিকম্পের পরই জারি করা হয় সুনামি সতর্কতা। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ জানায়,ভূমিকম্পের পরপরই রাজধানী টোকিওতে সাত লাখ এবং উত্তর-পূর্বে দেড় লক্ষাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।














