জাপানের বনিন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
জাপানের বনিন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। শনিবার (২৭ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৫০৩ দশমিক ২ কিলোমিটার। তবে এবারের ভূমিকম্পের পর জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
এ ছাড়া তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।