জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার রায়ে জেএমবি’র চার জঙ্গির ফাঁসির রায় বহাল
- আপডেট সময় : ০১:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি-র চার জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায়, মামলা থেকে ইছাহাক আলীকে খালাস দিয়েছে আদালত। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। উচ্চ আদালতের রায়কে জঙ্গীবাদে জড়িতদের জন্য কঠোর সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও গুলি করে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশে, জেএমবির সদস্যরা।
২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি হোশি কুনিও কে হত্যার দায়ে ৫ জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত।
৫ বছর পর আলোচিত ওই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে রায় দেয় হাইকোর্ট।
উচ্চ আদালতের রায়কে জঙ্গীদের জন্য কঠোর সতর্কবার্তা বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষ।
রায়ে ইছহাক আলীকে খালাস দিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান অতিরিক্ত এটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।
রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও রায় ঘোষণার পর গণমাধ্যমেকে এড়িয়ে আদালত ত্যাগ করেন আসামীপক্ষের আইনজীবীরা।