জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী আইনজীবী পরিষদ নুয়েসলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গেলরাতে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যদের যে কোন প্রয়োজনে আগের মতোই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।নুয়েসলার সভাপতি সাইফুদ্দিন মানিক এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এএইচ এম জিয়াউদ্দিন, সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে। সাধারণ সভায় সংগঠনের বার্ষিক হিসাব বিবরণী প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্যরা আলোচনায় অংশ নেন। পরে সংগঠনের বার্ষিক প্রকাশনা নুয়েসলা’র মোড়ক উম্মোচন করা হয়।