জাতীয় পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
খুলনা ও ময়মনসিংহে জাতীয় পার্টির উদ্যোগে গণতন্ত্র দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে খুলনায় ডাকবাংলাস্থ পার্টি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানের পরিচালনায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। সভায় গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের অবদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
নানা আয়োজনে ময়মনসিংহে গণতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি। বিকেলে নগরীর সুন্দর মহলের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি। এতে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার কে আর ইসলাম।