জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে : কাদের
- আপডেট সময় : ০১:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ জামালের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ভবিষ্যতেও ক্ষমতায় আসবে। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, ১৫ আগস্টের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং তার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন।
শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সবসময় রাজপথে থাকবে বলেও জানান তিনি।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, বঙ্গবন্ধু পুত্র শেখ জামালকে যারা হত্যা করেছিল তারা আজও আস্ফালন করছে।
বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে বাংলাদেশকে মেধা শূন্য করার পরিকল্পনা ছিলো ষড়যন্ত্রকারীদের, মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।