জাতীয় পার্টি না এলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সুযোগ নেই : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টি না এলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর আসনেও ৪ জন প্রতিদ্বন্দ্বী আছে। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একথা বলেন তিনি। গাজীপুরে ট্রেন দুর্ঘনার ঘটনায় বিএনপিকে দায়ী করেন ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের উঠিয়ে নেবার ক্ষমতা দলের নেই, এটি নির্বাচন কমিশনের ব্যপার। জাতীয় পাটির সাথেও আপোষ করার সুযোগ নেই।
আগুন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে ভোটার উপস্থিতির দিকে জোর দেয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।