জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের।
বিকেলে রংপুর নগরীর দর্শনা মোড়ে পল্লী নিবাসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।