‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা বৈষম্যবিরোধী আন্দোলনের
- আপডেট সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে সব ছাত্রসংগঠনের সঙ্গে। বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। রিকশাচালকদের আন্দোলনেও নিষিদ্ধ ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই সব ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনে একমত হয়েছে। হাসনাত বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ঠেকানো এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ন রাখতেই ফ্যাসিবাদবিরোধী সপ্তাহ পালন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকেই এই কর্মসূচি শুরু। কোনো ফরমেটেই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে জানান তিনি।