জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লি। ইমামতি করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। নামাজ শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে আসেন হাজারে ধর্মপ্রান মুসল্লি। বড়দের হাত ধরে ছোট্ট শিশুরাও আসে ঈদের নামাজ আদায়ে।
নির্ধারিত সময়ের আগেই কানায় কানান পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ ময়দান। সীমানা ছাড়িয়ে মুসল্লিদের অনেকেই অবস্থান নেন সামনের প্রধান সড়কে।
সকাল সাড়ে ৮টায় শুরু হয় নামাজ। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
নামেজে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে সকল ভেদাভেদ ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করেন ধর্মপ্রান মুসলমানরা।
দেশে শান্তি-শৃঙ্খলার পাশাপাশি হানাহানি ও হিংসা বিদ্বেশ ভুলে পারস্পরিক সহাবস্থানের কথা জানান ধর্মপ্রাণ মুসল্লিরা।
ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন তারা।
জাতীয় ঈদগাহে এবার ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।