জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেস্টিক্রিয়ায় অংশ নিয়ে ২০ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইর্য়ক পৌছাবেন তিনি। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এ সব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ সেপ্টেম্বর রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এতে রোহিঙ্গা সমস্যাসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী সপ্তাহে বসছে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়াসহ ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর ভাষণে।
ড. এ কে আবদুল মোমেন জানান, বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, রেবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় মোমেন জানান, রোহিঙ্গাদের আর বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।