জাতিসংঘের শান্তি মিশন থেকে র্যাবকে বাদ দিতে ১২ মানবাধিকার সংগঠনের চিঠি একটি ষড়যন্ত্র
- আপডেট সময় : ০২:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫১৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের শান্তি মিশন থেকে র্যাবকে বাদ দিতে ১২ মানবাধিকার সংগঠনের চিঠিকে ষড়যন্ত্র বলে মনে করছেন কোন কোন মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষক। তবে, বিচার বহির্ভুত হত্যাকাণ্ড বন্ধ ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়ে রেরকে আরো পেশাদার হওয়ার আহবান জানান তারা। এছাড়া, বিভিন্ন নামে সক্রিয় থাকা দেশি-বিদেশি এনজিওর ওপর সরকারি নজরদারি বাড়ানোরও পরামর্শদেন বিশ্লেষকরা।
দেশের এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটলিয়ন– রেব নিয়ে সম্পতি চলছে নানা আলোচনা-সমালোচনা। বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জাতিসংঘের শান্তি মিশনে থেকে রেবকে বের বরে দিতে গত বছরের ৪ নভেম্বর চিঠি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ১২টি বিদেশি মানবাধিকার সংগঠন।
তবে, বিষটিকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করছেন দেশের কোন কোন মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষক। তারা বলছেন, সংগঠনগুলো এশীয় দেশের মানবাধিকার নিয়ে সক্রিয় থাকলেও, পশ্চিমাদের অপরাধ নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় না।
এর ভেতরে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে বরেন, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনোই সমর্থন যোগ্য নয়। তবে, রেবের কোনো সদস্য ভুল করলে তার দায় পুরো বাহিনীকে দেয়া যায় না। সংস্থাগুলো আগেও যুদ্ধাপরাধের বিচারসহ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছে দাবি করে, তাদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তারা।