জাতির পিতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
আজ ১৭ই মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু চিরদিনই বাঙালীর অনুপ্রেরণার উৎস, তাঁর উত্তরাধিকারের কোনদিন মৃত্যু হবে না।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া বাঙালির স্বাধীকার আর স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রথমে সরকার প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর চৌকস দল। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। এরপর দলীয় প্রধান হিসেবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক। বলেন, দেশের যে কোনো সংকটে চলার পথে পাথেয় হয়ে থাকবেন বঙ্গবন্ধু। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এসময় যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাশাপাশি দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।