জাতির আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত : সেনাপ্রধান
- আপডেট সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৯২০ বার পড়া হয়েছে
জাতির আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বিকেলে সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়া কাসা সি-২৯৫ ডব্লিউ সামরিক কার্গো বিমানের সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি। স্পেনে নির্মিত নতুন এই বিমানটি সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সেনাপ্রধান।
সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’- এ মূলমন্ত্র ধারণ করে প্রতিনিয়ত আধুনিকায়নের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেই ধারবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বহরে যুক্ত হলো স্পেনের নির্মিত কাসা সি ২৯৫ ডব্লিউ পরিবহন বিমান। ফলে সেনা, অস্ত্র ও রসদ পরিবহনে সেনাবাহিনীর সক্ষমতা আর একধাপ এগিয়ে গেলো।
ঘড়ির কাটায় বিকেল সোয়া চারটা। তেজগাও পুরাতন বিমান বন্দরের ওয়াটার ক্যানান স্যালুটের মধ্যে দিয়ে স্বাগত জানান হয় নতুন সামরিক বিমানকে।
বিমান থেকে নেমে আসেন স্পেন থেকে আসা দুই পাইলট। এ সময় সেনা ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি আসিস বেনিটেজ সালাসকে সঙ্গে নিয়ে বিমানটি পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান।
আনুষ্ঠানিক বক্তব্যে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বিমানটি সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে।
সেনাবাহিনী আধুনিকায়নে অব্যাহত সহায়তার জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানান তিনি।
পরে সংবর্ধনার মুহূর্তটি স্মরণীয় করতে স্পেনের রাষ্ট্রদূতকে নিয়ে কেক কাটেন সেনা প্রধান। এ সময় স্পেনের দুই পাইলটের হাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে স্মারক উপহার তুলে দেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।