জাটকা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে জেলেদের নিষেধাজ্ঞা মানতে হবে
- আপডেট সময় : ০৮:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
ঝাটকা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে জেলেদের নিষেধাজ্ঞা মানতে হবে। ইলিশের প্রজনন বাড়াতে, সরকার নানামুখী পদক্ষেপও হাতে নিয়েছে। সকালে প্রেসক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আর জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহে আরো সরকারি সহায়তা প্রয়োজন। তবে, ইলিশ ধরার সময়ে মাছ রক্ষার জন্যে নিয়োজিত আইন শৃঙ্খলার বাহিনীর হাতে নানা হেনস্তার অভিযোগও করেন তারা।
ইলিশ জাতীয় সম্পদ। জিডিপিতে এর অবদান ১ শতাংশেরও বেশি। ২০০৮-০৯ অর্থ বছরে ইলিশ উৎপাদন ছিলো ২ লাখ ৯৯ হাজার টন। ২০২০-২১ তা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার টনে উন্নীত হয়েছে। ইলিশে সাথে ১২ শতাংশ মানুষ জড়িত। বিশ্বের উৎপাদিত ৮০ শতাংশ ইলিশের যোগান দেয় বাংলাদেশ। এমন বাস্তবতায় জাতীয় প্রেসক্লাবে ‘উপকূলের ইলিশ ও জেলে’ শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করা হয়।
এতে জেলেদের খাদ্য নিরাপত্তা, আইডি কার্ড, বাংলাদেশ ও ভারত উভয় দেশের নিষেধাজ্ঞার সময় সমন্বয় করাসহ ৮ দফা সুপারিশ তুলে ধরেন বক্তারা। ২০ মে থেকে ২৩ জুলাই ৫৬ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু ভারতের জলসীমায় নিষেধাজ্ঞা ১৪ জুন শেষ হবে। বাংলাদেশিদের আগে ভারতীয় জেলেরা সমুদ্রে ইলিশ ধরার সুযোগে ক্ষুব্ধ জেলেরা।
তবে ঝাটকা রক্ষায় নানা পরামর্শ দেন সেমিনারে অংশ নেয়া উকূলীয় এলাকার জনপ্রতিনিধিরা। ইলিশ সুরক্ষায় সবাইকে নিষেধাজ্ঞা মানার আহবান জানান সুলতানা কামাল। জেলেদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার তাগিদ দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি সুলতানা কামাল।