জলবায়ু পরিবর্তন নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে জাতিসংঘ
- আপডেট সময় : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে জাতিসংঘ। জাতিসংঘের একটি বিজ্ঞানী দল হুঁশিয়ার করে জানিয়েছে, মানুষের নানা কর্মকাণ্ডের কারণে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার প্রবণতা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীব-জন্তুর বিভিন্ন প্রজাতির বসবাসের ধরণ।
বিজ্ঞানীরা বলছেন, বরফের পরিমাণ কমে গিয়ে বেড়ে যাচ্ছে কার্বন নিঃসরণের মাত্রা। এতে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক প্যানেল….আইপিসিসির সম্প্রতি দেয়া বিশেষ প্রতিবেদনে এসব হুঁশিয়ারি দেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে গত এক বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় রিপোর্ট দিল সংস্থাটি। ওই রিপোর্টের প্রধান প্রণেতা ড. জ্যঁ পিয়ের বলেছেন, ‘পৃথিবী এখন মহাসঙ্কটে। বিভিন্ন দিক থেকে ঝুঁকি তৈরি হয়েছে এবং এর জন্য মানুষ দায়ী। আইপিসিসির নতুন এই রিপোর্টে বলা হয়েছে, ২১০০ সাল নাগাদ ১ দশমিক ১ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ড. গাত্তুসো বলছেন, সাগরের উচ্চতা বাড়লে পরিণতি হবে ব্যাপক। উপকূলীয় এলাকায় বসবাসরত ৭০ কোটি মানুষের জন্য তা খুবই উদ্বেগের।