জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ দেবার পাশাপাশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসাসহ চার দফা দাবি তুলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করারও তাগিদ দিয়েছেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ সরকার প্রধান। এর আগে, ‘ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ বিষয়ে সিভিএফ- কমনওয়েলথ উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন, প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্থ দেশগুলোর প্রতিনিধি হয়ে, বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ক্ষতিগ্রস্থ দেশগুলোকে অবশ্যই শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুত ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।