জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন
- আপডেট সময় : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন। ভোটারদের কাছে ভোট চেয়ে সময় কাটছে প্রার্থীদের। প্রচার-প্রচারণায় মুখর নগরীর প্রতিটি পাড়া-মহল্লা। নির্বাচিত হলে নগরীর উন্নয়নে ব্যাপক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে পুরো নগর। ভোট উৎসবে মেতেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৫৭টি ওর্য়াডের নাগরিক। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খান পূবাইল থানার হায়দারাবাদ রমণি কুমার পৈত উচ্চ বিদ্যালয় থেকে গণসংযোগ শুরু করেন। যান পুবাইল থানার বিভিন্ন এলাকায়। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে–অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজ আগে করা যায় তার উপর গুরুত্ব দেবেন তিনি।
আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছে গাজীপুর মহানগর ছাত্রলীগ।
টঙ্গীর পাগাড় এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনূর ইসলাম। বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এবং মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই জাতীয় পার্টি মেয়র প্রার্থীও। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।
সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা নগর বাসীর