জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনায় এক কৃষক নিহত

- আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কালাম শেখ নামে এক যুবক নিহত।
পুলিশ জানায়, উপজেলার খারনৈ ইউনিয়নের বটতলা গ্রামের আমজানের সাথে জমির বিরোধ ছিল আব্দুল হাকিমের। রোববার দুপুরে আমজানের সহযোগীরা ওই জমিতে ধান কাটতে গেলে আব্দুল হাকিমসহ তার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে আমজানের সহযোগীরা উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হাকিমকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ঘটনায় তার ছেলে শরাফত আলী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে উভয় পক্ষের সংঘর্ষে ২১ জন আহত হয়। গুরুতর আহত কালাম শেখকে রাজৈর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরের রায়পাড়া থেকেগৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের গৃহবধূ আঁখি আত্মহত্যা করেছে বলে দাবি স্বামী পক্ষের। অপরদিকে আঁখির বাবা মায়ের দাবী পারিবারিক কলহের জের ধরেই তাদের মেয়ে আঁখিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূ আঁখির মরদেহ সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।