জমি অধিগ্রহণে আটকা ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৬ লেন
- আপডেট সময় : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সড়কের বর্ধিত অংশের জমি বুঝে না পাওয়ায় আটকে আছে ঝিনাইদহ-যশোর মহাসড়ক উন্নয়নের কাজ। এদিকে..জমি অধিগ্রহণ সম্পন্ন না করায় বিপাকে পড়েছেন জমির মালিকরা। তবে দ্রুতই এ সমস্যা সমাধান হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের।
কোথাও চলছে ব্রীজ নির্মানের জন্য পাইলিং। আবার কোথায় করা হচ্ছে লোড টেস্ট। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড়, ধোপাঘাটা ব্রীজ এলাকায় ইতিমধ্যে শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। করা হচ্ছে ওভার ব্রীজের জন্য গার্ডার তৈরী
নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝে দিতে ঠিকাদারী প্রতিষ্ঠান দিনরাত কাজ করলেও প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে জমি অধিগ্রহণ। এছাড়াও শহরের আলহেরা এলাকায় বিদ্যুতের লাইন স্থান্তান্তর সম্পন্ন না হওয়ায় কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। এদিকে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বিপাকে পড়েছেন এর আওতাধীন জমির মালিকরা। অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে দ্রুত সড়ক নির্মাণ করা হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা। সেই সাথে উন্নতি হবে অর্থনৈতিক অবস্থার। সড়ক বিভাগ বলছে, জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব।
সরকারি কয়েকটি দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছে। তারা তথ্য দিলেই দ্রুত অধিগ্রহণ কাজ সম্পন্ন করার আশ্বাস জেলা প্রশাসনের। ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা।