জন্মদিনে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৭১৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে জাতীয় শিশু দিবসের সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।
১৭ ই মার্চ জাতীয় শিশু কিশোর দিবস ও জাতির পিতার ১০৪তম জন্মদিন উপলক্ষে একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এদিন সকালে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধীতে ফুলদিয়ে শ্রদ্ধা জানাবেন তারা।। এরপর শিশু কিশোর সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।। প্রধানমন্ত্রী ও রাষ্ট্র পতির আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন।
রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা টুঙ্গিপাড়া ফেসটুন ব্যানারে ছেয়ে গেছে।। তাদের বরন করতে অধির আগ্রহে বসে আছে স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলায় ব্যপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিকালে ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।।