জনসেবায় যিনি এগিয়ে থাকবেন পদোন্নয়নে তিনি বিবেচিত হবেন : মেয়র আতিকুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পদ-পদবী নয়, জনসেবা প্রদানে যিনি এগিয়ে থাকবেন আগামীতে তাকেই পদোন্নয়নের জন্য বিবেচনা করা হবে। উত্তর সিটির কর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
দুপুরে গুলশানে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মায়ামি সফরের অভিজ্ঞতা গণমাধ্যমের কাছে তুলে ধরেন মেয়র আতিক। এসময় অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা দিয়ে আধুনিক শহর গঠনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডেট্রয়েটের সঙ্গে সিস্টার সিটি চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে।