জনসমর্থন শূন্য সরকারকে হটাতে গণঅভ্যুত্থান প্রয়োজন : মোশাররফ
- আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
জনসমর্থন শূণ্য সরকারকে হটাতে হলে গণঅভ্যুত্থান প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, গণভবন ঘেরাও করে সরকারের পতন ঘটাবে জনগণ। দুপুরে প্রেস ক্লাবে ড্যাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে স্বাধীনতার ৫২ বছরেও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বিএনপি নেতারা বলেন, সরকার জনগনের আন্দোলনে ভয় পাচ্ছে। সরকার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে রাজপথে এর সমাধান হবে।
আলোচনায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সফল করতে হবে। দ্রুত গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় জানানো হবে।
দলীয় চিকিৎসকদের অতিরিক্ত সুযোগ-সুবিধা দিতেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের উদ্যোগ নিয়েছে সরকার, মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।