জনপ্রতিনিধি হতে জনবান্ধব ও মেধাবী মানুষের প্রয়োজন হয় : এলজিআরডি মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা নয়, জনপ্রতিনিধি হতে জনবান্ধব ও মেধাবী মানুষের প্রয়োজন হয় বলে মন্তব্য করেছে এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও একদিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে।
সকালে কুমিল্লা ক্লাব অডিটরিয়ামে “স্টার্ট আপ কুমিল্লা”র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আইসিটি ডিভিশনের উদ্যোগে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টার্টআপ কুমিল্লার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদরের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারসহ অনেকে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কুমিল্লার ৮০ জন ছাত্র- ছাত্রী নতুন স্টার্ট আপে উদ্যোক্তা হিসেবে অংশ নেন।