জনগণ যতদিন চাইবে ততদিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ। কাতার ইকোনোমিক ফোরামে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করে কাতার। দোহার রেফেলস টাওয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি।
পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে শেখ হাসিনার প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী। জবাবে বাংলাদেশ কাতার থেকে বিপুল পরিমাণ জ্বালানি ক্রয় করে জানিয়ে আরো বেশী জ্বালানি সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের জন্য যতটা সম্ভব জ্বালানী সহায়তা দেয়ার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি। ফিফা বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা কাতারের সম্পদ, যতটা সম্ভব তাদের দেশে রাখা হবে। পরে প্রেস ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, দ্বিপাক্ষিক বৈঠকের পর কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আলোচনায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার থেকে বৃহত্তর পরিমাণে জ্বালানি সংগ্রহের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন চুক্তি স্বাক্ষর সম্পন্ন করার নির্দেশনা দেন।