জনগণ সরকারের মিথ্যা বয়ান শুনতে শুনতে ক্লান্ত: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে আবার ৭৪ সালের অবস্থা তৈরি হয়েছে। জুজুর ভয় দেখিয়ে দেশকে পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভরশীল করার ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডামি করে তুলেছে সরকার।
দুপুরে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। অথচ নিত্যপণ্যের দাম বৃদ্ধির দায় উদ্ভটভাবে বিএনাপির ওপর চাপানোর চেষ্টা চলছে। রিজভী বলেন, দেশের সর্বত্র অরাজকতা ও বিশৃঙ্খলা চলছে। জনগণ প্রতিদিন সরকারের মিথ্যা বয়ান শুনতে শুনতে ক্লান্ত। জোড়াতালি দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে। ফ্যাসিবাদ বাস্তবায়নে সরকার বিএনপির জনপ্রিয় নেতাদের কারারুদ্ধ করে রেখেছে।